অর্থ প্রদানের অনুমোদনঃ

আমাদের অনলাইন অর্থ পরিশোধের পদ্ধতি ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদেরকে সেবার বিনিময়ে নির্ধারিত পরিমান অর্থ দাবী করার অনুমতি দিচ্ছেন।

অর্থ প্রদানের পদ্ধতিঃ

আমরা এমএফএস (মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস), ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, নেক্সাস ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড এর মাধ্যমে বিল গ্রহন করে থাকি।

অর্থ প্রদানের পরিমাণ

প্রদেয় অর্থের পরিমান সঠিক কিনা এবং গ্রহনকৃত পরিসেবা প্রতিফলিত হচ্ছে কিনা তা নিশ্চয়তার দায়িত্ব আপনার। আমরা প্রদত্ত পরিসেবাগুলির ক্ষেত্রে যেকোনো পরিবর্তন বা সংশোধনের জন্য অর্থের পরিমাণ সমন্বয় করার অধিকার সংরক্ষণ করি।

রিফান্ড/ ফেরতপ্রদান নীতিমালা

ব্র্যাক হেলথকেয়ারের “ফেরতপ্রদান নীতিমালা” অনুযায়ী জমাকৄত অর্থ ফেরত প্রদান করা হবে। সাধারণত, শুধুমাত্র পাওনার অতিরিক্ত অর্থ প্রদান, , দ্বিগুণিত অর্থ প্রদান,, বিলিং ত্রুটি অথবা তিন্ (৩) মাসের মধ্যে যদি পরিসেবা গ্রহন করা না হয় তাহলেই জমাকৄত টাকা ফেরত প্রদান করা হবে । আমরা ফেরত প্রদান প্রক্রিয়া গ্রহন করার পর সর্বোচ্চ তিন থেকে দশ (৩-১০) দিন  এর মধ্যে আপনা একাউন্টে টাকা ফেরত প্রদান করবো।

নিরাপত্তা ব্যবস্থা সমূহ

আমরা আপনার অর্থ প্রদান সংক্রান্ত তথ্যসমুহের নিরাপত্তা অগ্রাধিকার ভিত্তিতে দিয়ে থাকি এবং অননুমোদিত প্রবেশ, ব্যবহার বা ফাঁস থেকে তা সুরক্ষিত রাখার জন্য কারিগরী, ভৌত এবং প্রশাসনিক ব্যবস্থা বাস্তবায়ন করেছি। আমাদের বলিষ্ঠ নিরাপত্তা ব্যবস্থায় ফায়ারওয়াল এবং নিরাপদ ডেটা সংরক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

ব্যবহারকারীর দায়িত্বসমূহ

প্রদেয় অর্থ সংক্রান্ত তথ্যের সঠিকতা, হালনাগাদ রাখা এবং ব্যবহারের অনুমোদন সংক্রান্ত সমস্ত দায়ভার আপনার। এছাড়াও, আপনার নির্ধারিত অর্থ প্রদানের পদ্ধতিতে সংযুক্ত যেকোনো ফি বা চার্জের জন্যও আপনিই দায়িত্বশীল।

দায়মুক্তি

আমাদের অনলাইন পেমেন্ট পদ্ধতি  ব্যবহার করে, আপনি সম্মতি দিচ্ছেন যে, আপনার কতৄক এই পদ্ধতি  ব্যবহার থেকে বা  এই সকল  শর্তসমুহ লঙ্ঘন থেকে উদ্ভূত  যেকোন ক্ষতি, ক্ষতি পুরন বা খরচ থেকে আমাদের পুরোপুরি দায়মুক্ত করছেন।

দায়বদ্ধতার সীমাবদ্ধতা

আমাদের অনলাইন পেমেন্ট সিস্টেম ব্যবহার করার ফলে সিস্টেম ব্যবহার থেকে উদ্ভূত ঘটনাতে আমরা কোনো প্রত্যক্ষ, পরোক্ষ, আনুষঙ্গিক, বিশেষ বা ফলস্বরূপ ক্ষয়ক্ষতির জন্য কোনভাবেই দায়ী থাকব না, তা যেকোন  কারণ স্বরুপই ঘটুক না কেন।

এসকল শর্ত সমূহ ব্র্যাক হেলথকেয়ার এর ভৌগলিক অবস্থানের প্রচলিত আইনে ব্যাখা করা হবে।

সংশোধনী

আমরা যেকোনো সময় এই শর্তাবলী সংশোধন করার অধিকার সংরক্ষণ করি। আমাদের ওয়েবসাইটে পোস্ট করার পরে যে কোন সংশোধনী কার্যকর হবে।